ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্ফ) কর্মসূচির উদ্যোগে পরিচালিত রাইট হিয়ার রাইট নাউ ২ (আরএইচআরএন ২) প্রকল্পের আওতায় লালমনিরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য
এবং অধিকার বিষয়ে ডিরেক্ট এ্যান্ড ইনডিরেক্ট এক্টোর’দের নিয়ে ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার দিনব্যাপী আরডি-আরএস’এর আই কেয়ার প্রজেক্ট হলরুমে এ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, ডাঃ সুশান্ত রায়, আনজুমান আরা শাপলা ও পৌরসভার নারী কাউন্সিলর সুজাতা বেগম। ডায়ালগ সেশন এ আরএইচ-আরএন-২ এর ডিওয়াইএম দিপাঙ্কর রায়সহ ডিরেক্ট ও ইনডিরেক্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।