নিজস্ব প্রতিবেদক
রংপুরে মহাসড়কের ব্রীজের রেলিং ভেঙ্গে ইট বোঝাই একটি ট্রাক নদীতে পড়েছে। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছে, তাদেরকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার রংপুর নগরীর মডার্ণ মোড় ব্রীজে।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ ৭ নভেম্বর (শনিবার) ভোরে বগুড়া থেকে আসা ইট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮১৫০৭) রংপুরে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হয়।
আহতরা হলেন- গাড়ী চালক নাটোর জেলার বড়াইগ্রাম থানার রহিম শেখের পুত্র জামির উদ্দিন জমু (৩৫), হেলপার একই এলাকার আব্দুল জলিলের পুত্র নাজিম শেখ (২২)।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার কর্তব্যরত মোবাইল ডিউটি অফিসার এ.জি.এস আল-আমিন হিরা কলমের বার্তা কে জানান, আমরা ডিউটিরত অবস্থায় খবর পাই যে নগরীর মডার্ণ মোড়ের ব্রীজের রেলীং ভেঙ্গে ইট বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে যায়, ফলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করি এবং চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।বর্তমানে আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।