বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ন

রমজানে বাজার মনিটরিং বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসে পণ্যের দাম যেন না বাড়ে। এবারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে। রোববার সকালে রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, কারাগার কেবল বন্দিশালা নয় বরং সংশোধনাগার হিসেবে তৈরি করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মান্ধাতার আমলে করা স্থাপনাগুলো সংস্কার ও আধুনিক করা দরকার।

তিনি আরও বলেন, চারটা আইটেম আমরা কন্ট্রোল করি। ভোজ্যতেল, মসুর ডাল, চিনিসহ চারটা আইটেম। এছাড়াও আমরা যা দেখি তা হলো আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়ানোর কারণে বাংলাদেশে তার প্রভাব পড়েছে কিনা। চালের দাম কখনো বাড়ছে কখনো কমছে, সেটা খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে। সমস্যা সব দিকে। কমে গেলে কৃষকের সমস্যা, বেড়ে গেলে সাধারণ মানুষের সমস্যা। আমরা ব্যালেন্স করার চেষ্টা করি।

তিনি বলেন, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে। আগামী মাসে বসব আমরা এসব পণ্যের দাম কতটুকু সহনশীল মাত্রায় করা যায়। ব্যবসায়ীদেরও দেখতে হবে তারা যেন লোকসান না করে। সাধারণ মানুষ যেন সেই সুযোগ পায় এ নিয়ে আমাদের আলোচনা চলছে। টিপু মুনশি আরও বলেন, খোলাবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। টিসিবির পণ্য বিক্রির পরিমাণও ডাবল করা হবে রমজানে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে। এজন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সাড়ে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি। এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলুসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

4
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102