শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ মে, ২০২২

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে বশার বয়াতি (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মে) সকালে ওই কিশোরীর নানা বশারের নামে রাঙ্গাবালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের পর সেদিন রাতে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের বিল থেকে বশারকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বশার উপজেলার সামুদাফাৎ গ্রামের মৃত কাশেম বয়াতির ছেলে। মামলা মূত্রে জানা যায়, ওই কিশোরী জন্মের ছয় মাস পর তার বাবা মারা যান এবং মা অন্যত্র বিয়ে করেন। সে সময় থেকেই ওই কিশোরী চর হাবাতিয়া গ্রামের তার নানার বাড়িতে বসবাস করে আসছে। বশার ওই এলাকায় তরমুজ চাষের সুবাদে ওই কিশোরীর সাথে পরিচয় হয়।

গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টায় ওই কিশোরীকে তার নানার ঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বশার। এবং বিষয়টি কাউকে জানালে ওই কিশোরীকে তার দুই মামাতো বোনসহ মেরে ফেলার হুমকি দেন। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোরীকে মেডিক্যাল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর