“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানকে সামনে রেখে ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র প্রদানের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্তরে থেকে র্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুব এর সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী শিক্ষক পেশার মানুষ উপস্থিত ছিলেন।