সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২'র সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী, কনক হোসেন গাইবান্ধা থানার মেঘডুমুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
র্যাব-১২'র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,বুধবার (২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল রায়গঞ্জ থানার ঢাকা টু রংপুর গামী মহাসড়কের পার্শ্বে মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে তল্লাশির এক পর্যায়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।