নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রায়গঞ্জ (পুসার)’ এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ওমর ফারুককে আহ্বায়ক এবং রবিউল ইসলাম আকন্দকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন সানাউল্লাহ কায়সার সাজিদ এবং আব্দুল্লাহ আল- লুমান। কমিটিতে ১৭জনকে সদস্য করা হয়েছে। সংগঠনের সিনিয়র সদস্য ফরহাদুল ইসলাম, মোহাম্মদ আলী, রিংকু কুমার কুন্ডু, শফিকুল ইসলাম, মসিউর রহমান, এরশাদ মুহম্মদ, আব্দুল্লাহ আল-মামুন, অসীম কুমার ঘোষ, কামরুন্নাহার কেয়া, আবিদ হাসান শুক্রবার (৫ জুন) বিকালে করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী ৬ মাসের জন্য এই কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন- কানিজ ফাতিমা সোনিয়া, শরীফুল ইসলাম নীরব, শাপলা খাতুন, নওশাদ মণ্ডল, প্রীতিশ কুণ্ডু, ফিরোজ মাহমুদ, টিএসআই যাওয়াদ, রাসেল আহমেদ, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন সাগর, আশেক এ খোদা আকাশ, মেহেদী হাসান, মারিয়া হাসান তিন্নী, সাব্বির আহমেদ, নুসরাত জাহান সুমি, রাকিবুল ইসলাম, প্রিয়রঞ্জন পাল। সংগঠনটি এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতিতে লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল।