আঁখিদ্বয় ভিজে যায়
বর্ষনে হায়।
আমি মুসলিম
আমি সত্য বাদী
আমি আল্লাহ কাছে অপরাধী।
নই মানুষের দুসমন,
আমি দিতে পারি শির
তবু হইবনা অপমান।
আমি মুসলিম,
আমি বীরের জাতি,
বাজা বাজা তোর ভীম
আমি করিবনা কারো পাতি।
অহংকার চাদর আল্লাহ
আমি করি তাহা বর্জন
আমি অনুতাপে মরি ছার
আমি ঝড়িশুধু অগনন।
ফাল্গুন এসে দুয়ারে দিয়েছে ডাক
ঐ অহং এসেছে কার
দেখি বাজে ঐ পাপ ঢাক
আমি করি শুধু চুরমার।
ঝড়ে রিমঝিম বর্ষা
মনে জাগে সাড়া কার গান
আমি পাই এতো ভরসা
আমি গাই আল্লাহ গান।।।।
লেখক : মাসিদুল হাসান (মাসুদ)