টাঙ্গাইলেরে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের দরিবহ গ্রামের রিয়াজ উদ্দিন পীর সাহেবের ৫৯ তম বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দরিবহ দরবার প্রাঙ্গনে এই বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত হয় । মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন পীরজাদা আঃ হালিম , আওয়ামীলীগ শওকত হোসেন, বিল্লাল হোসেন, শাহরিয়ার হোসেন স্বপন, আঃ মজিদ, ওমর আলী, মিন্টু মিয়া সহ অন্যান্যরা। দরবারের ভক্ত, আশেকগন রাতভর গান শুনেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।