রূপগঞ্জে আশ- শেফা সেবা সংঘের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ- শেফা সেবা সংঘের উদ্যোগে কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব পশ্চিম পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাটাব এলাকার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, চান মিয়া ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা, দারুল আনোয়ার হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৬ টি হাফিজিয়া মাদ্রাসার ২৫ জন শিক্ষার্থীদের মাঝে ৪ জন বিচারকের উপস্থিতিতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয় এছাড়াও হটাব এলাকার পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ, চাঁদের টেক জামেয়া মসজিদ, হাটাব দক্ষিণ পাড়া জামেয়া মসজিদ ও টেক পাড়া জামেয়া মসজিদসহ আশেপাশের ৭ টি মক্তবের শিক্ষার্থীদের মাঝে কোরআন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
উক্ত কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুফতি ফয়সাল সাদেক, হাফেজ মাওলানা মুফতি কামরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুলাহ আল মামুন ও হাফেজ মাওলানা হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন হাজী বজলুল বারী, হাজী আওলাদ হোসেন ভূইয়া, হাজী ইমরুল কায়েস, হাজী আক্কাস আলী, হাজী হারুন অর রশিদ, মাহমুদুল বারী, হানিফ মোল্লা, ফরিদ আহমেদ বাবু ভূইয়া, মোদাচ্ছের মোল্লা, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।