শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’-এ প্রতিপাদ্যে বরগুনার বেতাগীতে মহান মে দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (পহেলা মে) সকাল থেকে উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদিক্ষন শেষে দুপুরে পথ সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও সর্বস্তরের শ্রমিকরা তাদের নিজ নিজ ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয়।
এ সময় শ্রমিকরা মহান মে দিবসের চেতনায় ‘শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ হও’ এ শ্লোগানে মুখরিত করে তোলে।বেতাগী উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে স্থানীয় বাসষ্ট্যন্ড মোড়ে আয়োজিত পথ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আদনান খালিদ মিথুন,উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: মন্টু হাওলাদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাগর, উপজেলা বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।