সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে এক লক্ষ তিন হাজার জাল টাকাসহ উজ্জল হোসেন(৩৬) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২'র সদস্যরা।
আটককৃত উজ্জল হোসেন শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
মঙ্গলবার (২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জাল টাকা ব্যবসায়ী উজ্জল হোসেন দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।