লালমনিরহাটে অবৈধ চায়না দুয়ারি ফিক্সড নেট, স্থানিয় ভাষায় রিং জালসহ রাশেদুল ইসলাম (২২) নামের ১ যুবক কে আটক করা হয়েছে।
জানাগেছে, শোমবার বিকেলে জেলা সদর উপজেলার বড়বাড়ি বাজারের ব্যাবসায়ী বাদশা মিয়ার ছেলে রাশেদুল ইসলাম শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ রিং(কারেন্ট) জাল উত্তলন করে। যার বর্তমান বাজার মূল্য "এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা" রিং (কারেন্ট) জাল নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা মাসুমের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ঐ সমস্ত অবৈধ রিং (কারেন্ট) জাল জব্দ করে এবং রাশেদুল ইসলাম নামের ঐ যুবক কে আটক করে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, জব্দকৃত অবৈধ রিং (কারেন্ট) জাল ধংস করে এবং আটককৃত রাশেদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।