লালমনিরহাট সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
বুধবার (১২ জানুয়ারী) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর।
শপথ অনুষ্ঠানে তৃতীয় ধাপে নির্বাচিত লালমনিরহাট সদর উপজেলার ৯ জন ও কালীগঞ্জ উপজেলার ৭ জন চেয়ারম্যান অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিৎ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকসহ অন্যান্য কর্মকর্তা ও ১৬ ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। পরে, নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এদিকে, বিকেল সাড়ে ৩ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান সুজন।