লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুলতান হোসেন(৩৮) নামে এক অটো চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা নদীর একটি শাখা স্রোতধারা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সুলতান হোসেন রংপুরের মিঠাপুকুর উপজেলার দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিক্সার চালক।
পুলিশ ও স্থানীয় জানান, কাজ করতে গিয়ে ইশোরকোল গ্রামের লোকজন তিস্তা নদীর একটি শাখা স্রোতধারায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা করেন। এসময় মরদেহের পকেটে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। মোবাইল থেকে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত করে তার পরিবারকে খবর দেয় পুলিশ। দুর্বৃত্তরা গলা কেটে তাকে হত্যা করে পালিয়েছে বলে ধারনা করা হচ্ছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম। মৃত ব্যাক্তির পরিবার পৌছলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানায় পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মৃত ব্যাক্তির পকেটে থাকা মোবাইল থেকে পরিচয় সনাক্ত করে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।