লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পঁচা আম বিক্রি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার(১১ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান পাশ্ববর্তি রংপুরের গংগাচওড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন। সেখানে সোমবার (১০ জুলাই) আম কিনেন তারই গ্রামের শামীম ও শাহীন। সেই আম ছিল পঁচা। যা নিয়ে সোমবারও ক্রেতা বিক্রেতার মাঝে বিতর্ক হয়। এরই জের ধরে মঙ্গলবার (১১ জুলাই) পুনরায় ক্রেতা বিক্রেতার বিতর্ক বাঁধে। এক পর্যয়ে তা সংঘর্ষে গড়ায়। এসময় পাশের দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন বৃদ্ধের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও গংগাচওড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।