লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(১১ জুন) দুপুরে নিজ বাড়ি উপজেলার ছোট কমলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া ওই গ্রামের সোহেল রানার মেয়ে।
কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু সাদিয়া। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায় সে। পরে খোঁজা খোঁজির একপর্যয়ে পুকুরে সাদিয়ার মৃতদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।