লালমনিরহাটের হাতীবান্ধায় ১ শত ২২ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ আগষ্ট) মধ্যরাতে ওই উপজেলার মধ্যম কাদমা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, বনচৌকি এলাকার নুরুজ্জামানের পূত্র ছাদেকুল ইসলাম ও দইখাওয়া এলাকার ওমর ফারুকের পূত্র রাকিবুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মোটরসাইকেল আটক করেন পুলিশ। ওই মোটর সাইকেলে থাকা ১ শত ২২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোটরসাইকেলের ২ আরোহী সাদেকুল ইসলাম ও রাকিবুল ইসলামকে আটক করে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আটক ২ জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।