লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশ বিজিবি ও ভারতের বিএসএফ এর মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজিবি- বিএসফের মৈত্রী ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। ভলিবল খেলায় বাংলাদেশ বিজিবি ভারতের বিএসএফ-কে ২ - ০ সেটে পরাজিত করেছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বুড়িমারী সীমান্তে'র শূন্য লাইনের পাশে কাস্টমস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মৈত্রী ভলিবল প্রতিযোগিতায় উৎসব মুখোর পরিবেশে কয়েক শতাধিক দর্শকরা এ খেলা উপভোগ করেন।
এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের রংপুর সেক্টর বিজিবি খেলোয়ার দল ও ভারতের জলপাইগুড়ি সেক্টর খেলোয়ার দল। দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে খেলা নিয়ে উৎসাহ-উদ্দীপনা ছিল উপভোগ্য। এই ভলিবল খেলা দেখতে দর্শকসারিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রংপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসির জাহান হোসাইন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, ৫১ বিজিবি পরিচালক লেঃ কর্ণেল এএফএম আজমল হাসান খান ও ভারতের জলপাইগুড়ি বিএসএফ এর সেক্টর ডিআইজি বিজয় মেহতা, ৬ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক অতুল সৈনী, ৪০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বিভূতি-ভূষণ কুমার এবং
পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটসহ আরও অনেকে।
এসময় বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াসির জাহান হোসাইন জানান, দুই দেশের মধ্যে সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে এ ধরনের খেলাধুলির আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী, শিশু , কিশোর, কিশোরী ও শিক্ষার্থী গণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।