লালমনিরহাটে বিদ্যুতায়িত হয়ে সাকিবুল আল হাসান আরাফাত (১১) নামের এক ৪র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।
৩ মার্চ (বৃহস্পতিবার) আনুমানিক সাড়ে তিনটার দিকে শহরের বাবু পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ঐ এলাকার সুজন মিয়ার ছেলে। সে পথকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলো।সাকিবের বাবা ও মা ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত সাকিব ও তার বোন সোমার দেখভাল করতেন দাদি সুমনি বেগম (৫০)।
তিনি সাংবাদিকদের জানান, স্কুল থেকে এসে সাকিব ভাত খেতে চায়, খাওয়া শেষ হলে বন্ধুদের সাথে খেলতে যায়। পরে নাতনী সোমা এসে বলে দাদি ভাইয়া পড়ে আছে। সাকিবের পড়ে থাকার কথা শুনে গিয়ে দেখি সাকিব উপুড় হয়ে পরে আছে আমি ধরতে গেলে আমাকেও কারেন্ট শর্ট করে। পরে বুঝতে পেরে পাশে পড়েথাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে বিদ্যুতের তার সরে যায়। প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় সাকিবকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।