লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (২২) নামে এক নব্য বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নায়েব আলীর ছেলে।
প্রত্যশদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে রাস্তার পাশে বাঁশের খাঁটিতে নেয়া বৈদ্যুতিক লাইনের খুঁটি ভেঙ্গে পড়ে। সেই বাঁশের খুঁটি মেরামতের চেষ্টা করেন আশরাফুল ইসলামসহ দুইজন যুবক। এ সময় বিদ্যুতের তার ছিড়ে আশরাফুলের শরীর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।