প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিব বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেছন।
ঈদ মানে আনন্দ-ঈদ মানে খুশি-সেই খুশিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ঈদ-উপহার হিসাবে পৌর শহরের (পাঠাগার সংলগ্ন) বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনস্কুসিভ স্কুলের ৬৫ জন বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে নগদ অর্থ ১ হাজার ৫ শত টাকা তুলে দেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নিরাপদ বাজারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসেন সুমন খান।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোঃ আব্দুল আজিজ বীর প্রতিক, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খাজির উদ্দিন, পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান লিমন, সদর উপজেলার ছাত্র লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকসহ ওই এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
নগদ অর্থ ১হাজার ৫শত টাকা পেয়ে বুদ্ধি ও প্রতিবন্ধী শিশুরা আনন্দে মেতে উঠে স্কুল প্রাঙ্গণে। এছাড়াও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।