শিক্ষার্থীর বোরকা পড়া নিয়ে অশ্লীল মন্তব্য করায় লালমনিরহাটে এক শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকের থানায় লিখিত অভিযোগ।
সোমবার (৫ জুন) সন্ধায় লালমনিরহাট সদর থানায় অভিযোগটি দায়ের করেন রফিকুল ইসলাম নামে একজন অভিভাবক।
অভিযুক্ত শিক্ষক ফেরদৌস আলী লালমনিরহাটের পূর্ব সাপ্টানা উচ্চ বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি শিক্ষক পদে কর্মরত রয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনার বিচার চেয়ে ক্লাশ বর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি শিক্ষক ফেরদৌস আলী দীর্ঘদিন ধরে দশম শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তা বলে টোল করে আসছেন। সাম্প্রতিক সময় শিক্ষক ফেরদৌস আলী ওই শিক্ষার্থীকে বোরকা না পড়ে ক্লাশ করতে বলেন। তার কথায় কর্নপাত না করে যথারীতি বোরকা পড়ে ক্লাশে যাওয়ায় সকল শিক্ষার্থীর সামনে ওই ছাত্রীকে অশ্লীল ভাষায় গাল মন্দ করে চরিত্র নিয়ে প্রশ্ন তুলেন।
বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে অবগত করলে পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষককে আচরন সংশোধন করতে বলা হয়। এতে আরও ক্ষিপ্ত হন শিক্ষক ফেরদৌস আলী। গত ১ জুন টিফিন (বিরতী) সময় ক্লাশে বসে থাকা ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেন শিক্ষক ফেরদৌস। শিক্ষার্থী তার প্রস্তাব নাকচ করে শিক্ষককে এমন আচরন না করতে অনুরোধ করেন। পরে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালমন্দসহ বোরকা নিয়ে কঠোর সমালোচনা করেন।
ওই দিন ওই শিক্ষার্থী কান্না করতে করতে বাড়িতে গিয়ে পুনরায় বিষয়টি তার পরিবারকে অবগত করে। পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন ব্যবস্থা না নেয়ায় সোমবার (৫ জুন) বিচার দাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় বিচার চেয়ে সোমবার বিকেলে শিক্ষক ফেরদৌস আলীর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম।
পূর্ব সাপ্টানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার বলেন, শিক্ষার্থীকে গালিগালাজ করায় তথ্য প্রযুক্তি শিক্ষক ফেরদৌস আলী ওই শিক্ষার্থীর বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছেন। এরপর শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করায় জরুরী ম্যানেজিং কমিটির সভা আহবান করা হয়েছে। সভার সিদ্ধান্তমত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, শিক্ষার্থীর বোরকা নিয়ে অশ্লীল মন্তব্য ও কু-প্রস্তাবে বিষয়ে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।