লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছেলের ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় আলেয়া বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত।
বৃহস্পতিবার(৫ জানুয়ারি) সন্ধ্যার পর লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধা আলেয়া বেওয়া লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পুর্ব কালমাটি গ্রামের মৃত রজব আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরে ভ্যান চালক ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যান বৃদ্ধা আলেয়া বেওয়া। সেখানে তিন দিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে আনোয়ার হোসেনের ভ্যানে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) এলাকায় পৌছলে লালমনিরহাট গামি একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা আলেয়া বেওয়া। স্থানীয়দের সহায়তায় পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে আটক করে এবং মৃত বৃদ্ধা আলেয়ার মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।