শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ- বর্তমান উন্নয়ন বিষয়ক সভা

আশরাফুল হক, লালমনিরহাট :
  • সময় কাল : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ এবং দেশে বর্তমান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫মার্চ) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের মুক্তিযুদ্ধ মঞ্চ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ আবু জাফর। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার অতিকুর রহমান। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসর প্রাপ্ত) আজিজুল হক বীর প্রতিক, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, কবি ও লেখক ফেরদৌসী বেগম বিউটি, জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব প্রমুখ। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবিরসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, কবি আহমেদ লিটন ও শিক্ষক মোল্লা আজিজুল হক। পরে সংগীত শিল্পীবৃন্দ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগীত পরিবেশন করেন। আশরাফুল হক, লালমনিরহাট। মোবা-

1
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102