আশরাফুল হক, লালমনিরহাট : বৈষম্যবিরোধী ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গাকে উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা গেছে, সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ডান হাত খ্যাত রেফাজ উদ্দিন ওরফে রেফাজ রাঙ্গা বাগিয়ে নেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের পদ। একই ক্ষমতায় নিয়োগ নেন তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজে। সাবেক মন্ত্রী নুরুজ্জামানের প্রভাবে দ্রুত পদন্নতি নিয়ে হয়ে যান উপাধ্যক্ষ। রেফাজ রাঙ্গা মুলত নুরুজ্জামানের ভ্যানগার্ড হিসেবে আত্নপ্রকাশ করেন নিজেকে। কলেজে অনিয়মিত হলেও সাবেক মন্ত্রী নুরুজ্জামানের সকল কাজে যুক্ত থেকে অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হয়ে উঠেন এই উপজেলা যুবলীগ নেতা রেফাজ রাঙ্গা। একই সাথে তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ হয়ে দুর্নীতির আখড়ায় পরিনত করেন বলে শিক্ষক অভিভাবকদের দাবি। নানান অনিয়ম ও দুর্নীতির কারনে তার বিরুদ্ধে ফুসে উঠে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ যুবলীগ নেতা কলেজের উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গার নানান দুর্নীতির বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যার প্রেক্ষিতে বুধবার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদ থেকে রেফাজ রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।
তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক উপাধ্যক্ষ রেফাজ উদ্দিনকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।