আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সংসদীয় আসন-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের আওয়ামীলীগের দলীয় সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর পদত্যাগসহ গ্রেফতারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ কর্মসুচীতে সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করতে ১২ ঘন্টার সময় বেধে দেন আন্দোলনরতন শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগস্ট) সকালে জেলার হাতিবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে ১২ ঘন্টার মধ্যে পদত্যাগ ও গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী
শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দূর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে দ্রুত গ্রেফতার করতে হবে। যতক্ষণ তারা গ্রেফতার ও পদত্যাগ না করবে, আমাদের এ আন্দোলন চলবে।
অপরদিকে লালমনিরহাট সদর উপজেলায় হিন্দু, খৃষ্টান, বৌদ্ধদের সম্মিলিত শান্তি সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শান্তি সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখেন জেলার হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ, ঐক্য কল্যাণ ট্রাষ্টের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমরা কোন সংঘাত, জ্বালাও পোড়াও ও বৈষম্য চাইনা, হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ, মুসলিম একে অপরের কাঁধে কাঁধ রেখে বসবাস করতে চাই। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র সভাপতি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।