লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন-এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম পিএএম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু।
বক্তব্য রাখেন বিসিক লালমনিরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক এহেছানুল হক, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, বিসিক শিল্প নগরী কারখানা মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম বকুল, নাসিব জেলা শাখার সহ-সভাপতি এনামুল হক টিপুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ৩০মিনিটে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হতে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। উক্ত মেলায় বিসিক উদ্যোক্তা ৪৫ টি স্টল স্থান পেয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।