লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে উৎতি ফসলসহ চরাঞ্চলের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার ৫টি উপজেলার উপর দিয়ে এই ঝড় ও বিক্ষিপ্ত শিলা বৃষ্টি বয়ে গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বেগে দমকাসহ ঝড় হাওয়া শুরু হয়। ঝড়ে উপড়ে পড়েছে বেশ কিছু গাছপালা।
ভেঙে গেছে তিস্তা আর ধরলা নদীর তীরবর্তি চরাঞ্চলের বেশ কিছু ছিন্নমুল পরিবারের ঘর বাড়ি। ঘর বাড়ি রক্ষা করতে গিয়ে ৮/১০জন মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দমকা হাওয়া ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিতে উৎতি আলু, ভুট্টা, গম, তামাকসহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। দমকা হাওয়ায় ঝড়ে পড়েছে উৎতি বড়াই ও সদ্য আসা আমের মুকুল।
সব মিলে এ ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা শিলাবৃষ্টি হয়েছে। দমকা হাওয়ায় গাছ উপড়ে পড়ে অনেকের ঘর বাড়ি বিধস্ত হয়েছে। তিস্তা চরাঞ্চলের পাসাইটারী গ্রামের আজিজুল বলেন, দমকা বাতাসে ঘর বাড়ির বেড়া উড়ে গেছে। গাছ পড়ে এ গ্রামের অনেকের ঘর বাড়ি লন্ডভন্ড হয়েছে। কান্নার রোল পড়ে চরাঞ্চলের গ্রামগুলোতে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ পরিচালক শামীম আশরাফ বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশংকা রয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করতে মাঠ পর্যয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের খোঁজ খবর নিতে বলা হয়েছে। কেউ ক্ষতিগ্রস্থ হলে তাদের পুনবাসন করা হবে।