শিরোনামঃ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রচন্ড গরমে অর্ধেকে নেমেছে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য গ্যাসের সিস্টেম লস শূন্যে নামানো হবে : নসরুল হামিদ আগামী মাসে বাংলাদেশ-চীন সামরিক মহড়া, নজর রাখবে ভারত মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বাহিরের দুষিত পানি নন্দন পার্কে প্রবেশ করায় নষ্ট হচ্ছে পর্কের পরিবেশ  বেনজীর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি আবহাওয়া বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে: শিক্ষা প্রতিমন্ত্রী থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুদ্ধকে ‘না’ বলুন যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না বেনাপোলে নারী মাদক ব্যবসায়ী রূপার যাবজ্জীবন দাঁড়ানো কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা নিহত-১ আহত-৪ সিরাজগঞ্জের সলঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আটক সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর বিতরণ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ ইকবাল হোসেন মামুন! এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য ৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না বে-টার্মিনালে বিনিয়োগ হবে দশ বিলিয়ন ডলার

লেকচারার রুখসানা আক্তার বাবলীর নার্স দিবসের ছোট্ট সাক্ষাৎকার

কলমের বার্তা / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

রুখসানা আক্তার বাবলী। বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ, কালিয়াকৈর, গাজীপুর। আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের ১২ মে ইতালির অভিজাত পরিবারে জন্ম নেয় আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ১৯৭৪ সাল থেকে তার জন্মদিনটিকে আন্তর্জাতিক নার্সেস ডে হিসেবে পালন করে আসছে গোটা বিশ্ব। সেবিকাদের সম্মানে উৎসর্গ করা হয়েছে ১২ মে অর্থাৎ আজকের দিন (international nurses day) ।

সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি (international nurses day) পালন করে বিশ্ব। অন্য সব জায়গার মত এই দিনটি পালন করছেন- বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ, কালিয়াকৈর গাজীপুর। এই কলেজের লেকচারার হিসেবে আছেন, সলংগার মেয়ে রুখসানা আক্তার বাবলী। মুঠোফোনে তার সাথে কথা বলার এক পর্যায় তিনটি বিষয়ে জানতে চাওয়া হয়।

প্রশ্ন: আজকে তো আপনাদের নার্স দিবস। এ সম্পর্কে কিছু বলুন? – আজ (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে। আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল কতৃক এবছরের প্রতিপাদ্য বিষয়ঃ “নার্সেস, এগিয়ে যাবার প্রত্যয়ে ভবিষ্যৎ স্বাস্থ্যখাতে একটি দর্শন” ( Nurses: A Voice to Lead – Invest in Nursing and respect rights to secure global health)। আধুনিক নার্সিং সেবার সূচনা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আগামীকাল ফ্লোরেন্স নাইটিংগেলের ১০১ তম জন্মবার্ষিকী। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে পৃথিবীর সকল দেশে দিনটি পালন করা হয়।

প্রশ্ন: এ দিনটাকে কিভাবে পালন করবেন আপনারা? -এই দিনটি যেভাবে পালন করি- নানান রকম জনসচেতনা মূলক কাজের মাধ্যমে দিনটি সম্পন্ন করা হয়। আধুনিকতম স্বাস্থ্য পরিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের চাহিদা সম্পর্কে ওয়ার্কশপ ও সেমিনারের (যেখানে আলোচ্য বিষয় থাকে বাল্যবিবাহ, বয়সন্ধিকাল, মাসিক বা ঋতুস্রাব, যৌনসংক্রমক রোগ, ধুমপান ইত্যাদি) আয়োজন করা হয়ে থাকে।

প্রশ্নঃ তরুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্য কি বার্তা দিতে চান? -তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, নিঃসন্দেহে নার্সিং একটি মহৎ পেশা। যাদের মূলমন্ত্র “সেবাই মোদের ধর্ম,সেবাই মোদের লক্ষ্য ” মানবসেবা একটি রাষ্ট্র কে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তরুন প্রজন্মের কাছে প্রত্যাশা থাকবে তারা যেনো এর অংশীদারত্ব সম্মানের সাথে গ্রহণ করে। একই সাথে এই পেশা ব্যক্তি জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নার্সিং পেশার মাধ্যমে একজন মানুষের মধ্যে যেমন মানবিক গুণগুলো স্পষ্ট হয়ে ওঠে তেমনি নেতৃত্ব দেওয়ার গুণাবলি ও তৈরী হয়। আর ক্যারিয়ার চয়েজের বিষয়ে যদি বলি, তাহলে বলবো নার্সিং পেশার মাধ্যমে একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি এই পেশাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়াও যায় খুব সহজে। *ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি যে ধুমপান নিয়ে লেখাটি লিখেছেন আশা করি সবাই পড়বে এবং নিজে সতর্ক হবে অন্যকেও সতর্ক করতে সহযোগিতা করবে।

190


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর