সদ্য নিয়োগ পাওয়া সিইসি কাজী হাবিবুল আউয়াল ও অন্য চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁদের শপথবাক্য পাঠ করান। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারকরা ছাড়াও সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সোমবার) থেকে তাঁরা নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন।