গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
দুদকের সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বলেন, হাসপাতালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সোমবার দুদকের একটি অ্যানফোর্সমেন্ট ইউনিট নিয়ে এ অভিযান চালানো হয়েছে ।
তিনি জানান, আমরা কাগজপত্র ও তথ্য সংগ্রহ করেছি। এসব দেখবো এবং এ বিযয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি, দুদকের টিম এসেছে। আমি রাউন্ড আছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।