সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচগেটের সামনে আয়োজিত আলোচনা সভায় সেলিম মন্ডলের সভাপতিত্বে এবং পি এম পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক নান্নু মিয়া, যুগ্ম আহবায়ক আলামিন ব্যাপাড়ী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গনি চৌধুরী শুভ্র, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাহার হাসান ফারুক, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি এম মইনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এস.এম হাবিব এছান প্রমূখ।
আলোচনা সভা শেষে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।