মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার
শাহজাদপুরের বিশিষ্ট পত্রিকা ব্যবসায়ী ও সাংবাদিক সন্তোষ সাহার বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
গত সোমবার রাতে পৌর এলাকার চালা শাহজাদপুর মহল্লার সন্তোষ সাহার বাড়ীতে ভেন্টিলেটার ভেঙ্গে ঘরে প্রবেশ করে পড়ে তার তার আলমারি ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ, নগদ দুই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এদিন ওই ঘরে কেউ ছিলো না। এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে আজ মঙ্গলবার শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে আশিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের আশ্বাস দেন।
অন্যদিকে গত দুই সপ্তাহ আগে থানার পিছনে ছয়আনি পাড়া গ্রামে একই কায়দায় পুলিশ কর্মকর্তার বাড়ীতে ১০ ভরি স্বর্ণ ও নগদ দুই লক্ষ টাকা চুরি হয়ে যায়।