মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণের ৭ম ধাপে পোরজনা ইউনিয়নের ৩৩৫ টি পরিবারের মাঝে আজ সোমবার সকালে জিআর প্রকল্পের ১০ কেজি করে চাল, ১ কেজি আলু ও আধা কেজি ডাউল বিতরণ করেন।
এ চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, পোরজনা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল, শাহজাদপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশ্বিদুল ইসলাম, ইউপি সচিব আব্দুল আলিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন, যুবলীগ নেতা আজাদ ভদ্র ও সকল ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অসহায় এ মানুষ গুলো ত্রাণের এ চাল পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন বলে তারা জানান।
পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল জানান, করোনা পরিস্থিতির উদ্ভবের পর থেকে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ত্রাণ সহায়তা ও প্রনোদনা প্রদান করছেন। প্রধানমন্ত্রীর প্রেরিত ত্রাণ আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হচ্ছে।