নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌর সদরের বাড়াবিল মধ্যেপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শোকাবহ আগষ্ট উপলক্ষে বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ছকিম উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি সব সময় সাধারণ মানুষের সাথে মিশে থেকেছেন। তাদের দুঃখ কষ্টে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। সকল পেশার মেহনতি মানুষের পাশে তিনি ছিলেন সব সময়। তিনি আরও বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে সারা বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। তার উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হবে না।
উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কমিশনার আফছার শিকদার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।