মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে কর্মহীনতার ফলে দিন আনা দিন খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং কেউ না খেয়ে মারা যাবেনা এ প্রতিশ্রুতি বাস্তাবায়নে প্রতি ইউনিয়নে ত্রান বরাদ্দ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৯ম ধাপে ১৮৭ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ বুধবার (২০মে) সকালে ২০ কেজি চাল, ১ কেজি আলু ও আধা কেজি ডাউল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতারণ এর সময় উপস্থিত ছিলেন, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা ও রিলিফ অফিসার রেখা মনি পারভিন, ইউপি সচিব নাঈমূল ইসলাম উজ্জল, ইউপি সদস্য শাহাদত হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু বলেন, প্রধানমন্ত্রীর প্রেরিত খাদ্য সামগ্রী আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার মোবাইল নং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দিয়েছি যেন কোন মধ্যবিত্ত পরিবার অনাহারে না থাকে। কারন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো লোকলজ্জার ভয়ে তাহারা লাইনে দাড়িয়ে খাদ্য সামগ্রী নিতে আসে না। তারা যেন অনাহারে না থাকে, তাই তাদের পরিচয় গোপন রেখে নিজ উদ্যোগে তাহাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছিয়ে দিচ্ছি। আমরা আশ্বস্থ করেছি, আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করে যাবো ইনশাআল্লাহ।