শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে সাফ ফুটবল জয়ী খেলোয়াড় আখি খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্র শুক্রবার বিকেলে পৌরসভার সভা কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। অনুষ্ঠানে পৌর পরিষদ আঁখি খাতুনকে পুষ্পমাল্য দিয়ে বরন করে ক্রেষ্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মনির আক্তার খান তরু লোদী পৌরসভার পক্ষ থেকে আঁখি খাতুনকে ৫০ হাজার টাকা উপহার প্রদান করেন এবং তার ভাইকে পৌরসভায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শেখ আব্দুল হামিদ লাবলু, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাবেক৷ ভিপি আব্দুর রহিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।