সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে স্মার্ট কর্ড বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে। এসময় ১ নং ওয়ার্ডের ভোটাররা সারিবদ্ধভাবে দাড়িয়ে থেকে স্মার্টকার্ড গ্রহণ করেন।
জানা যায়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর সদরের ১নং ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ হয়। এসময় কান্দাপাড়া গ্রামের ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে স্মার্টকার্ড গ্রহণ করেন।
আব্বাস ও নয়ন নামের দু্জন ভোটার বলেন, দীর্ঘসময় লাইনে দাড়িয়েও কোন ক্লান্তি লাগছে না। আয়োজকরা সুন্দর ভাবে এই স্মার্টকার্ড বিতরণ করছেন। স্মার্টকার্ড পেয়ে খুব আনন্দ লাগছে বলে তারা জানান।
উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, করোনা সংকটের কারণে স্বল্প সংখ্যাক মানুষের মাঝে ওয়ার্ড ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। যে সকল ভোটাররা এখন উপস্থিত হয়ে কার্ড নিতে পারছেন না পরবর্তীতে তারা উপজেলা নির্বাচন অফিস থেকে কার্ড নিতে পারবেন।
তিনি আরও জানান, ২০০৮ সাল থেকে ২০১৭ সালের মধ্যে যারা ভোটার হয়েছেন তাদের মাঝেই এই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলাব্যাপী এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
শাহজাদপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর রাজু আহমেদ বলেন, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর নির্দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে আমরা ওয়ার্ড ভিত্তিক স্মার্টকার্ড বিতরণ করছি। আগের দিন ১নং ওয়ার্ডে মাইকিং করে জনগণকে অবগত করে কান্দাপারা গ্রামের ভোটারদের মাঝে এই স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে পুরাতন ভোটার আইডি কার্ড জমা রেখে নতুন স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। প্রথম বুথে ভোটার আইডি কার্ডের সনাক্ত করে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে, তারপর আরেকটি বুথে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে এবং সর্বশেষ তৃতীয় বুথে আঙ্গলের ছাপ ও চোখের ছাপ নেওয়া হচ্ছে। যারা ইতিপূর্বে ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তারাও এখানে এসে ৩৬৫টাকা জমার মাধ্যমে তারাও স্মার্ট কার্ড পাবেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীর হাতে স্মার্টকার্ড হস্তান্তরের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।