বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। শুক্রবার বিকেলে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে তিনি বলেন, এ মাঠকে দৃষ্টিনন্দন করতে চারিদিকে গ্যালারী করে দেয়া হবে এবং এই মাঠে খেলা ছাড়া অন্য কিছু হবে না। এ সময় আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির টিপু ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনাম, শিক্ষা প্রকৌশলী বিজয় কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা মনিরুল গণি চৌধুরী শুভ, ক্রীড়াবিদ কবির হোসেন প্রমুখ। এদিকে ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনামের আয়োজনে শেখ কামাল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এ মোট ৮ টি দল অংশ গ্রহন করবে। উদ্ভোধনী খেলায় বাঘাবাড়ি ফুটবল একাদশ বনাম নরীনা ফুটবল একাদশ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাঘাবাড়ি ফুটবল একাদশ ৪-১ গোলে নরীনা ফুঠবল একাদশকে পরাজিত করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।