প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের অভিন্ন স্বার্থে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। খবর বাসসর।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের ভাই পিএমএলএনের সভাপতি শাহবাজ শরীফ গত ১১ এপ্রিল দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর আগে এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।