চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৬ নং বাধে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রলিসহ ৪ জনকে আটক করা হয়। এসময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ৪ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। শিবগঞ্জ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।