চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শৎনগর ও গোপনালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল- উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) ও শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)। আহতরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সরোয়ার (১৫)। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু আম বাগানের আমে ব্যাগিং করছিল।
দুপুর আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিন ও অসিম মারা যায়। এ ঘটনায় আহত নয়ন ও সারোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।