আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃসিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪এপ্রিল) বিকেলে চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সংগঠনের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদ শিয়ালকোল শাখার সভাপতি এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব পরিষদ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মুকুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদ জেলা শাখার
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি ও উপদেষ্টা অ্যাডভোকেট লিটন।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১সালে ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় একুশে পদক লাভ করেছেন মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)। পদকপ্রাপ্ত ২১ জনের প্রথম নামটিই তার। পরিচ্ছন্ন রাজনীতিক, গণমানুষের নেতা, বিশেষ করে বঙ্গবন্ধুর সহচর হিসেবে নামটি পরিচিত।ভাষা আন্দোলন নিয়ে যথেষ্ট গবেষণা না হওয়া এবং বাংলা ভাষার তাৎপর্য নিয়ে আলোচনা একটি নির্দিষ্ট দিন বা মাসকেন্দ্রিক হওয়ায় ভাষাসৈনিকদের সংগ্রামের, ত্যাগের ইতিহাসের আরেক নাম। দেশের নানা প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং মোতাহার হোসেনের মতো অনেকেই আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯২২খ্রীঃ সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া মোতাহার হোসেন তালুকদার মূলত মোতাহার হোসেন মাস্টার নামেই তিনি সবার কাছে পরিচিত। মেধাবী ছাত্র হিসেবে বেড়ে ওঠা মোতাহার হোসেনের রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। তিনি ১৯৪৬ খ্রীঃ তদানিন্তন চডস মুসলিম ছাত্রলীগে যোগদান করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের এক বর্নাঢ্য জীবনী তাদের বক্তব্যে তুলে ধরেন।
এসময় যুব কল্যাণ পরিষদ শিয়ালকোল শাখার সহ-সভাপতি ফিরোজ তালুকদারসহ কমিটির অষন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতা সম্রাট, শাকিল, শুভ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য এস .এম. রুহুল আমিন সজল।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।