প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার নতুন এই সময়সূচির কথা জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাবে, সেখানকার বিদ্যালয় আলোচনা করে বন্ধ রাখার আদেশ বহাল রাখা হয়েছে।
প্রসঙ্গত, শীতের দাপট চলছে দেশজুড়ে। রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের ২১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এসব অঞ্চলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতেও বেড়েছে শীতের প্রকোপ। সোমবার ঢাকায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র: newsbangla24
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।