সিরাজগঞ্জ-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী লীগের “আন্তর্জাতিক বিষয়ক” উপ- কমিটির অন্যতম সদস্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত জননন্দিত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সুযোগ্য পুত্র তিনি।
এ বিষয়ে ২৪শে জুলাই সোমবার তানভীর শাকিল জয় তার নিজস্ব ফেসবুক আইডিতে দৃষ্টি আকর্ষণীয় একটি পোস্ট প্রদান করেন। তানভীর শাকিল জয় এমপি তাঁর ফেসবুক পোস্টে লিখেন ” মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, শেখ হাসিনা একজন আইকনিক বিশ্বনেতা এবং মানবতার মা।
বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ শাম্মী আহমেদকে কৃতজ্ঞ জানান এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সম্মানিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র প্রকাশ করা হয়েছে।
এ দিকে তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁর জন্মভূমি সিরাজগঞ্জের কাজিপুর এলাকায় দলীয় লোকজন ও সাধারণ মানুষ মধ্যে ব্যপক আনন্দ বিরাজ করছে। অভিনন্দন জানিয়েছেন দলটির কাজিপুর শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।