জাহাঙ্গীর আলম ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে তরুণ যুব সংঘ ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয়েছে রংপুর ফুটবল একাদশ। গতকাল শুক্রবার ( ২২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কোনাবাড়ী জরুন খেলার মাঠে নির্ধারিত সময়ে কোন ফল না আসায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। পাঁচ শটের এই ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে তরুণ যুব সংঘ ফুটবল একাদশকে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে উভয় দলের খেলোয়াড়েরা মরিয়া হয়ে উঠেন গোল করার জন্য। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে পারিনি। এরপরেই গড়ায় শ্বাসরুদ্ধকর ট্রাইবেকার। উক্ত খেলায় যুবলীগ নেতা নাজমুল খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ-সভাপতি হাজী মোঃ সেলিম, ট্রাফিক ইনচার্জ আরিফ সরদার,হাজী কচিমুদ্দিন জামে মসজিদের খতিব সুলতান হুজুর,শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।