
বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচে ইসলামপুর ক্রীড়া সংঘকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কোনাবাড়ী কৃষক লীগ ফুটবল একাদশ। গতকাল বিকেলে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল মাঠে অতিরিক্ত সময়ের পরেও ফল না আসায় খেলা গড়ায় ট্রাইবেকারে।
পাঁচ শটের এই ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় কোনাবাড়ী কৃষক লীগ ফুটবল একাদশ। এর আগে প্রথমার্ধে ২০মিনিটের মাথায় সহকর্মীর সহয়তায় জালে বল জড়ান কৃষকলীগ ফুটবল একাদশের ফারুক। প্রথমার্ধে ১-০ গোলে লিড নিয়ে থাকলেও খেলার দ্বিতীয়র্ধে দশ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান ইসলাম পুর ক্রীড়া সংঘের মাইকেল। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
অতিরিক্ত সময়ের মধ্যেও কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে।

39