শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

শ্রমিকের মৃত্যু,চার ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানচলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের গাড়ী চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় প্রায় ৪ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। বিচারের আশ্বাসে দুপুর বারোটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
পুলিশ জানায়, কুনিয়া বড়বাড়ী এলাকায় বেশ কিছু কারখানা ভাংচুর করা হয়। টঙ্গী এলাকায় ১১ টি কারখানা ভাংচুর করা হয়েছে। সব মিলিয়ে প্রায় অর্ধশতাধিক কারখানায় ভাংচুর হয়েছে বে জানা যায়। এতে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়।
এর আগে সকাল পৌনে ৮ টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় মুনিরা (৩০) বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হলে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু কর।
এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,বেলা ১২ টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের তাদের সহকর্মী নিহতের বিচারের আশ্বাস  দিলে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর