একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আজ বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবশেন বসবে। এর আগে বিকাল ৪টা নাগাদ কার্যনির্বাহী কমিটির বৈঠক বসবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের উপনেতা জি এম কাদের, চিফ হইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র সংসদ সদস্য, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ বৈঠকে অংশ নেবেন। সেখানে ডেপুটি স্পিকার মনোনয়ন, অধিবেশনের সময়কাল নির্ধারণ, উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনয়নসহ একাধিক বিল পাস ও উত্থাপন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশনটি সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিকে অধিবেশনের মুখ্য আকর্ষণ ডেপুটি স্পিকার নির্বাচন। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা যাওয়ায় গত ২২ জুলাই থেকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়।
নিয়মানুয়ায়ী অধিবেশনের প্রথম দিনই প্রয়াত ডেপুটি স্পিকার, মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। পরে সংসদ মুলতবি ঘোষণা করবেন স্পিকার।
এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সংসদের একাধিক সূত্র জানিয়েছে। জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সম্ভাব্য নাম ঘোষণা করবেন স্পিকার। সন্ধ্যা নাগাদ নতুন ডেপুটি স্পিকার পেতে পারে সংসদ। পরে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এদিকে নতুন ডেপুটি স্পিকারের আসনে কে বসছেন- তা নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চলছে। বেশ কয়েকজন সংসদ সদস্য এ আসনের জন্য আলোচনায় রয়েছেন। যাদের মধ্যে শীর্ষে আছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রতিনিধিত্ব করছেন। আওয়ামী লীগ সরকারের ২০০৯-২০১৪ সাল পর্যন্ত সময়কালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় আইনজীবী টুকুর ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া আলোচনায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের নাম। সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে, বর্তমান চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর প্রিয়জন এ বি তাজুল ইসলাম, ডেপুটি স্পিকারের চেয়ারে তাকে চান চিফ হুইপ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নাম বলবেন তিনিই হবেন ডেপুটি স্পিকার।
এ ক্ষেত্রে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলাপ করবেন সংসদ নেতা। যেহেতু স্পিকারের সঙ্গে সার্বক্ষণিক কাজে যুক্ত থাকেন ডেপুটি স্পিকার। তাই তার পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকেন সংসদ নেতা। অন্য যাদের নাম আলোচনায় আছে তাদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ছয়বারের এই সংসদ সদস্য ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদেবিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরো আলোচনায় আছেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমও। তিনি চাঁদপুর-৫ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রীর আনুকুল্য পান সেটি দেখা যাবে আগামীকাল সন্ধ্যা নাগাদ।
এদিকে অধিবেশনে ৩টি নতুন বিল উত্থাপিত হবে বলে জানা গেছে। এগুলো হচ্ছে- সার্বজনীন পেনশন বিল, সরকারি কর্মচারী বিধিমালা বিল ও উদরাময় গবেষণা কেন্দ্র বিল-২০২২। এছাড়া আগের অধিবেশনে ইত্থাপিত সাক্ষী সুরক্ষা বিল-২০২২, সুপ্রিম কোর্টে বিচারকদের অবসরকালীন পারিতোষিক বিল (পেনশন-ভাতা), বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধিত বিল), জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও রাজাকারের তালিকা প্রস্তুত বিলের মধ্যে ৪-৫টি গুরুত্বপূর্ণ বিল এ অধিবেশনে পাস হতে পারে বলে সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।